ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৪-২০২৫ সেশনে ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর আহবায়ক প্রকৌ. মোঃ কবির হোসেন।
এসময় অত্র ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রকৌ. ফরিদ উদ্দিন আহম্মেদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর যুগ্ম-আহবায়ক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ এর সাবেক ভিপি মোঃ সোলায়মান, জুলাই-আগষ্ট/২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ উসমান পাটোয়াজার পিতা মোঃ আব্দুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি সাব্বির আহম্মেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন সহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রনেতারা ,সকল শিক্ষার্থী,সকল বিভাগীয় প্রধান গন, শিক্ষক ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভা শেষে নবীনদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতৃবৃন্দরা। এরপড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার