পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে দেশী অস্র প্রদর্শন ও পটকা/ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করা হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে মঠবাড়িয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ মনির গুরুতর আহত হন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ২ জুলাই ২০২৪ খ্রিঃ ২৩ জন নামীয় ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান,বিস্ফোরক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।উক্ত মামলার এজাহার নাম্বার ৩/২০২।
ঘটনার পরেই পুলিশি অভিজানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো মঠবাড়িয়া উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের ছালাম আকনের ছেলে মোঃ বেল্লাল হোসেন(৪০),খেজুরবাড়িয়া গ্রামের ফারুক তালুকদারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০),উত্তর বড়মাছুয়া গ্রামের আলমের ছেলে মোঃ মারুফ হোসেন (৩০)।
অপরদিকে মামলার এজাহারে নামীয় আসামি মারুফ, সাদ্দামে ও বেল্লালের গ্রেফতারের পর তাদের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ।
গ্রেফতারকৃতদের ৪ জুলাই (বুধবার),২০২৪ খ্রিঃ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশ গণমাধ্যম কর্মীদের জানান,অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
তানভীর মেহেদী, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি