কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বরিশাল সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ মিছিল। আজ ০৭ জুলাই ২০২৪ রোজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিএম কলেজ জিরো পয়েন্ট থেলে শুরু করে বরিশালের প্রান কেন্দ্র নতুল্লাবাদে বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন চালিয়েছে।
এ সময় তারা বিভিন্ন পেলে কার্ড এবং পতাকা হাতে নিয়ে শ্লোগান করেন। এসময় তারা পরবর্তী ক্লাস এবং পরিক্ষা বর্জন করার ডাক দেয়, ২০১৮ এর কোটা নির্মূলের আইন বাস্তবায়ন ও ২০১৮’র রায়ের পূর্ণবহাল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়া যাওয়ার হুশিয়ারি দেয়।
এ সময় আন্দোলনেররত শিক্ষার্থীরা সড়কের মূল ফটক আটকে দেয়। সরজমিনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, যদি এই কোটা ব্যবস্থা থাকে তাহলে মেধার মূল্যায়ন হবে না আর যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে এত কষ্ট করে পড়াশোনা করা অর্থহীন, এজন্য আমরা সাধারণ শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস পরিক্ষা অনির্দিষ্ট কালের জন্য বর্জন করলাম। আমরা চাই কোটা পদ্ধতি বালিত করে একটি বৈষম্যহীন সমাজ।
বিশেষ প্রতিনিধি, বরিশাল