র্যাব-৯ হাতে সিলেটের ওসমানী নগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২টা ৫ মিনিটের সময় সিলেটের ওসমানী নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার পুত্র শরিফুল আলম (২৬), চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার কন্যা মোছাঃ আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫), কিশোরগঞ্জ জেলার ভেরব থানার ভেরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানী নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাবর্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার ও সিনিয়র মিডিয়া অফিসার এএসপি আব্দুল্লাহ আল মামুন।
বুলবুল আহমেদ