মোমবাতির আলোয় আলোকিত শেরপুরের গারো পাহাড়

আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লীতে দুদিনব্যাপী বার্ষিক তীর্থোৎসব শুক্রবার দুপুরে শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ‘প্রার্থনার অনুপ্রেরণা ফাতেমা রাণী মা-মারিয়া; যে পরিবার একত্রে প্রার্থনা করে, সে পরিবার একত্রে বসবাস করে’ এই মূল সুরের উপর ভিত্তি করে ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের দুদিনব্যাপী বার্ষিক তীর্থোৎসব শুরু হয়।

এই তীর্থ উৎসবে উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাজ গোমেজ। বৃহস্পতিবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয় আলোক শোভাযাত্রা। এতে ত্রিশ হাজারের অধিক খ্রিস্টভক্ত মোমবাতি জ্বালিয়ে দুই কিলোমিটার পাহাড়ি ক্রুশের পথ অতিক্রম করেন। রাত ১০ টায় অনুষ্ঠিত হয় সাক্রামেন্তের আরাধনা ও সবশেষে অনুষ্ঠিত হয় নিশী জাগরণ। পরে শুক্রবার সকাল ৮ টায় অনুষ্ঠিত জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে দুই দিনব্যাপী তীর্থোৎসবের সমাপনী হয়। এ উৎসবে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি সিএসসি, বারমারী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারী, সহকারী পাল পুরোহিত ফাদার নোবেল পাথাংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে তীর্থ উৎসবকে ঘিরে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা বেষ্টনী। পুলিশ, র‌্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশরা এতে নিরাপত্তা প্রদান করেন। তীর্থ উৎসব উপলক্ষে পাশের স্কুলমাঠে বসে এক বিরাট মেলা। এতে খ্রিস্টভক্ত ছাড়াও অন্যান্য সকল ধর্মের মানুষ কেনাকাটা করেন।

তীর্থোৎসবে আসা তীর্থযাত্রীরা জানান, ফাতেমা রানী মা মারিয়ার কাছে যে যা চান, তিনি তাদের তাই দেন। তার কাছে আসা ভক্তদের মনের আশা পূরণ করেন। এজন্য অনেকেই তাদের পরিবারের সাথে এসেছেন। অনেকে এসেছেন তাদের পরীক্ষা এবং শিক্ষাজীবনে ভালো ফলাফল করার জন্য। আবার অনেকেই এসেছেন পরিবারের সুখ-শান্তি কামনা করার জন্য।

প্রধান অতিথি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাজ গোমেজ বলেন, ঈশ্বরের আর্শিবাদ পাওয়ার জন্য খ্রিস্টভক্তরা এখানে প্রতিবছর দূরদূরান্ত থেকে ছুটে আসেন। এখানে এসে ঈশ্বরের অশেষ কৃপা প্রার্থনা করে মানসিক মুক্তি ও পারিবারিক শান্তি লাভ করেন। মা মারিয়া হলেন আমাদের শেষ আশ্রয়স্থল। তাই সবাই এখানে ছুটে আসেন সৃষ্টিকর্তার আর্শিবাদ কামনা করেন। এছাড়া বিশ্ব শান্তি কামনায় তীর্থ উৎসবে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, খ্রিস্টভক্তরা যাতে নির্বিঘ্নে তীর্থ উৎসব পালন করতে পারে সেজন্য তীর্থস্থানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। শান্তিপূর্ণভাবেই তীর্থ শেষ হয়েছে।

উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী এলাকায় ফাতেমা রাণীর তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে ১৯৪২ সালে স্থাপিত হয়। এরপর ১৯৯৮ সাল থেকে ফাতেমা রাণী মা মারিয়ার করুণা ও দয়া লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হয় নিজেদের মনোবাসনা ও পাপ মোচনের জন্য।

 

 

 

 

 

এফ এম সিফাত হাসান, শেরপুর 

সম্পর্কিত নিউজ

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

দূযোগও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় কতৃক পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থাঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত হয়ে ২০২৪ সালের সম্মাননা পুরষ্কার পেয়েছেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি…

আরও পড়ুন
নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে বাগেরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার