নানান আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গুইমারা রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে. মুশফিক হলে গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়।
আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিল সাজ সাজ রব।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে. মুশফিক হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃসহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান,সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোঃকামরুল হাসান, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবীর, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন,লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ তাজুল ইসলাম, রামগড় জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃএনামুল হক সহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তা বৃন্দ।
মোঃ সালাউদ্দিন