১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
ধর্ম
আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

image

টঙ্গী ময়দানে ১৪-১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে, তবে আগামী বছর থেকে শর্ত সাপেক্ষে অনুমতি। আগামী ১৪, ১৫, এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশের (মাওলানা সা'দ এর অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেয়া হয়েছে যে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বছরের বিশ্ব ইজতেমা (১৪-১৬ ফেব্রুয়ারি) শুধু শর্ত পূরণের ভিত্তিতে অনুষ্ঠিত হতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে,

প্রথম পর্বের ইজতেমা: মাওলানা মোহাম্মদ জুবায়ের অনুসারীরা ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ করবেন। দ্বিতীয় পর্বের ইজতেমা: মাওলানা সা'দ অনুসারীরা ১৪-১৬ ফেব্রুয়ারি তারিখে ইজতেমা করবেন, এবং ১৮ ফেব্রুয়ারি ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। হস্তান্তর কার্যক্রম: ২০ ফেব্রুয়ারি থেকে ইজতেমা ময়দান শুরায়ী নেজামের হাতে হস্তান্তর করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, পুলিশ মাঠের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠে নজরদারি এবং চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া, মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক রাখা হবে এবং সবাইকে রাস্তায় বসতে নিষেধ করা হয়েছে। সাদা পোশাকে সদস্যরা মাঠে কাজ করছেন এবং প্রথম পর্বের সফল সমাপ্তির পর দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে।

টঙ্গী ময়দানে এবারের ইজতেমা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম নিষিদ্ধ করা হবে, এমন শর্তের ভিত্তিতে এই বছরের ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading