/
/
/
হত্যা মামলার আসামি পুলিশের অনুষ্ঠানের অতিথি-নাকি বিট পুলিশিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র
হত্যা মামলার আসামি পুলিশের অনুষ্ঠানের অতিথি-নাকি বিট পুলিশিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র
9 views
Relaks News 24
আপলোড সময় : 14 ঘন্টা আগে
হত্যা মামলার আসামি পুলিশের অনুষ্ঠানের অতিথি-নাকি বিট পুলিশিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র
Print Friendly, PDF & Email

পুলিশের সেবাকে তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে সর্বত্র “সাম্প্রদায়িক সম্প্রীতি  বজায় রাখুন,মাদক ও জঙ্গিবাদ কে না বলুন”এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে এবং “পুলিশই জনতা-জনতায় পুলিশ”এ স্লোগান কে সামনে নিয়ে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে ২০১০ সাল থেকে। এ ব্যবস্থায় প্রতিটি থানাকে ইউনিয়ন ভিত্তিক, মেট্রোপলিটন বা পৌর এলাকাকে ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করা হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতায় তৈরি করা হয় কমিউনিটি পুলিশ বা বিট পুলিশিং। বাংলাদেশে প্রায় ১৮ কোটি জনগণের মধ্যে মাত্র পুলিশ সদস্য রয়েছে আনুমানিক দুই লক্ষ।

যা সম্পূর্ণরূপে অপরাধ দমনে অপ্রাতুলর। তাই নিরাপদ সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগীতা অপরিসীম। সাধারণ জনসাধারণের নিরাপদ জীবন ব্যবস্থা গড়তে নিরলস ভাবে কাজ করছেন বাংলাদেশ পুলিশ ও বিট পুলিশিং এর সদস্যরা। সমাজের সচেতন ব্যক্তিবর্গ এই বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশকে সাধুবাদ জানালেও মেনে নিতে পারছে না সমাজের কিছু অসাধু ব্যক্তিবর্গরা। সমাজের তৃণমূল পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রমকে বাধাগ্রগ্রস্থ করতে থানা পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা। বাংলাদেশ পুলিশের সুনাম খুন্ন করতে পারলে যেন তাদের স্বার্থসিদ্ধ হয়, সুবিধামত চালাতে পারে তাদের অসৎ কর্ম।

সম্প্রীতি সিএমপি কর্ণফুলী থানা ৮৯ নং বিট পুলিশিং এর একটি উঠান বৈঠককে প্রশ্নবিদ্ধ করে পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সমাজের অসাধু ব্যক্তিবর্গরা। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) কর্ণফুলী থানাধীন ইছানগর গ্রামে  ৯নং ওর্য়াডের সী-রির্সোস ডক ইর্য়াড গেটের সামনে স্থানীয় এলাকাবাসীদেরকে নিয়ে এলাকার বিভিন্ন অসামাজিক কার্যক্রমের বিষয়ে উঠান বৈঠক করা হয়। উঠান বৈঠকের স্থানটি ঘনবসতি ও অত্যন্ত অপরাধপ্রবণ এলাকা বলে চিহ্নিত। তাই সচেতন কিছু নাগরিক ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে দায়িত্বরত কর্মকর্তাগণ এ বৈঠকের আয়োজন করেন। এবং সেখান থেকে মাদকবিরোধী ও অসামাজিক কার্যকলাপ এর বিষয়ে বেশ কিছু আলোচনা উঠে আসলে দায়িত্ব কর্মকর্তাগণ অপরাধীদেরকে সতর্ক করে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় অনতিবিলম্বে বিট পুলিশিং গঠনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

চরপাথরঘাটা ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, স্থানীয় এলাকাবাসী শাহরিয়ার মাসুদ ও আলী হায়দার বলেন, “থানা পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং এর উঠান বৈঠকে প্রশ্নবিদ্ধ করতে দেশের বেশ কিছু পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করা হয় ‘হত্যা মামলার আসামিদেরকে নিয়ে নিহতর পরিবারের সামনে পুলিশ প্রশাসনের উঠান বৈঠক’। এমন সংবাদ পরিবেশনে পুলিশের সৎ উদ্দেশ্যে নেয়া আয়োজনকে মুহূর্তেই দেশের মানুষের মাঝে আলোচনার ঝড় তুলে। বাংলাদেশ পুলিশ নিরলস পরিশ্রমে দেশে যে সুনাম অর্জন করেছে এ ধরনের সংবাদ পরিবেশন সেই সুনামকে প্রশ্নবিদ্ধ করে তুলে। এইসব প্রশ্ন শুধুমাত্র পুলিশকে বিভ্রান্ত করে বিট পুলিশিং কার্যক্রম বন্ধ করতে চাচ্ছে তারা। তাদের এই কাজ সিদ্ধ হলে দেদারসে চালাতে পারে তাদের অসামাজিক কার্যকলাপ।”

উল্লেখ্য গত ২০১৩ সালে উক্ত স্থানে নিশংসভাবে হত্যা করা হয়েছিল এলাকার স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন জাহাঙ্গীরকে। এ বিষয়ে নিহতর স্ত্রী ছেনোয়ারা বেগম ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিগণ গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় সামাজিক কার্যকলাপ ও রাজনীতির সাথে যুক্ত হয়েছে। বিট পুলিশিং এর উঠান বৈঠকে স্থানীয় জনগণের সাথে তারাও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে উঠান বৈঠকে আমন্ত্রিত অতিথি ছিলেন শুধুমাত্র জনপ্রতিনিধিগণ। উঠান বৈঠকে সামনের বেঞ্চের পেছনে ফাঁকা জায়গা পেয়ে বসে পড়েন উক্ত মামলার দুইজন আসামি। এতেই ঘটে বিপত্তি।

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বাদী পক্ষের যে বক্তব্যের কথা উল্লেখ  করে প্রতিবেদন করেছেন সংবাদদাতারা।সে ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে নিহতের ভাই ফয়সাল জানান, কোন পত্রিকার সাংবাদিক আমার  সাথে কোন বিষয়েযোগাযোগ করেনি।আমি পুলিশের উঠান বৈঠক কিংবা ঐ বৈঠকে কারা উপস্থিত ছিলেন সে ব্যাপারেও জানি না। শঙ্কার বিষয়ে তিনি আরো বলেন, “আমরা শঙ্কিত আসামিদের ভয়ে। মামলার সাক্ষী গণ তাদের ভয়ে ভীত। কিন্তু কর্ণফুলী থানার পুলিশ আমাদেরকে সাহস জোগাচ্ছে। আমাদের বাড়ির সামনে উঠান বৈঠক হয়েছে তাতে আমরা খুশি। কেননা আমাদের এই এলাকাটি মাদক কারবারিদের জন্য অভয়আশ্রম হিসেবে গড়ে উঠেছে। এই অভয়াশ্রম ধ্বংস করতে না পারলে ঝুঁকির মুখে পড়বে আমাদের আগামীর ভবিষ্যৎ।”

৮৯নং বিট পুলিশিং কমিটির সভাপতি ও চরপাথরঘাটা ১নং ওর্য়াডের মেম্বার সাইফুদ্দিন মানিক বলেন,বিভিন্ন পত্রিকায় অপরাধিদের ব্যাপারে যে বিষয়টি প্রকাশিত হয়েছে,সেটা আসলে ওভাবেই হয়নি,আসামিগণ ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন না,তাঁরা কখন যে পিছনে খালি চেয়ার পেতে বসেছে সেটা সকলের অগোচরে ছিলো। ইউপি সদস্য ফরিদ জুয়েল বলেন,উক্ত অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র অতিথি হিসেবে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্য বৃন্দ।সংবাদ মাধ্যমে যে সকল আসামিদের কথা বলা হয়েছে তাদের কে আমরা ছিনি না এবং তাঁর সেখানে অতিথি ছিলেন না। ইছানগর ৯নং ওর্য়াডের মেম্বার মাহমুদুল হক সুমন বলেন,উক্ত অনুষ্ঠানে আমিও দাওয়াত পেয়েছিলাম,কিন্তুু ঐদিন দুপুরে আমার কন্যা সন্তান জন্ম গ্রহণ করায় আমি উপস্থিত থাকতে পারিনি এবং আমার পরির্বতে আমার বড় ভাই শাহরিয়ার মাসুদ কে পাঠায়।পুলিশ সবসময় জনগণের পক্ষে কাজ করে,আমি মনে করি কোনো একটি পক্ষ পুলিশ কে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

কর্ণফুলী থানার ওসি (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান জানান, “এলাকায় অপরাধ দমন ও মাদক কারবারিদের কে আইনের আওতায় আনতে স্থানীয়দের সহযোগিতা পেতে বিট পুলিশিং এর উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল সেদিন। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বৈঠকের আয়োজন ও স্থানীয়দের জড় করতে। এখানে কাউকে বিশেষ অতিথির দাওয়াত দেওয়া হয়নি। বৈঠকে উপস্থিত সকলে জনপ্রতিনিধিদের আহবানে সারা দিয়ে নিজ দায়িত্বে এসেছিলেন। বৈঠকের স্থানটি অত্যাধিক অপরাধপ্রবণ এলাকা বলে উক্ত স্থানে উঠান বৈঠক ও আলোচনা সভা বসানো হয়েছে।”

নিউজটি করেছেন : মনছুর আলম (মুরাদ) কর্ণফুলী
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

এ জাতীয় আরো খবর

মামার স্বার্থে ভাগিনা নির্বাচন প্রত্যাহার
মামার স্বার্থে ভাগিনা নির্বাচন প্রত্যাহার
সন্তানের ‘চিকিৎসা করাতে না পেরে’ আত্মহত্যা করলেন মা
সন্তানের ‘চিকিৎসা করাতে না পেরে’ আত্মহত্যা করলেন ম...
হরিপুরে পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা 
হরিপুরে পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা 
কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
বিশ্ব মা দিবসে কেমন আছেন ফিলিস্তিনি মায়েরা
বিশ্ব মা দিবসে কেমন আছেন ফিলিস্তিনি মায়েরা
আজ বিশ্ব মা দিবসে যেসব উপহার দিয়ে চমকে দিতে পারেন মা’কে
আজ বিশ্ব মা দিবসে যেসব উপহার দিয়ে চমকে দিতে পারেন ...
এসএসসিতে পাসের হার ৮৩.০৪, এগিয়ে মেয়েরা
এসএসসিতে পাসের হার ৮৩.০৪, এগিয়ে মেয়েরা
মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা
মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেত...
শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার
শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিম...
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
মামার স্বার্থে ভাগিনা নির্বাচন প্রত্যাহার
মামার স্বার্থে ভাগিনা নির্বাচন প্রত্যাহার
সন্তানের ‘চিকিৎসা করাতে না পেরে’ আত্মহত্যা করলেন মা
সন্তানের ‘চিকিৎসা করাতে না পেরে’ আত্মহত্যা করলেন ম...
হরিপুরে পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা 
হরিপুরে পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা 
কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
বিশ্ব মা দিবসে কেমন আছেন ফিলিস্তিনি মায়েরা
বিশ্ব মা দিবসে কেমন আছেন ফিলিস্তিনি মায়েরা
আজ বিশ্ব মা দিবসে যেসব উপহার দিয়ে চমকে দিতে পারেন মা’কে
আজ বিশ্ব মা দিবসে যেসব উপহার দিয়ে চমকে দিতে পারেন ...

Log in

Not registered? Join us FREE