সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ মা–জোছনা বেগম(৩৫) এর লাশ পাওয়া গেছে, শিশু মেয়েসহ দুইজনের এখনো সন্ধান পাওয়া যায়নি।নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুরমা নদীর পাড়ে আমনজমিতে জোসনা(৩৫) লাশ ভেসে উঠে স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দিলে, চাতক নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ইত্তেফাক’কে বলেন, নিখোঁজ তিনজনে মধ্যে জোছনা বেগমের লাশ পাওয়া গেছে,‘স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ নদীর আশপাশে খোঁজ করছেন। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ বেশ কঠিন। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি দুইজনের খোঁজে।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সুরমা নদীর আজমপুর খেয়াঘাট এলাকায় তাঁরা নিখোঁজ হন। উপজেলা সদরে ত্রাণ দেওয়ার খবর পেয়ে নদী পার হয়ে সেখানে যাওয়ার পথে নৌকাডুবিতে তাঁরা স্রোতে ভেসে যান।নিখোঁজ তিনজন হলেন উপজেলার আজমপুর এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা গুলজান বেগম (৬৫), জোছনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে হাবিবা আক্তার (২)। এর মধ্যে জোছনার গ্রামের বাড়ি উপজেলার সদরের নৈনগাঁও গ্রামে। তাঁর স্বামীর নাম আইন উদ্দিন। আর গুলজান বেগম পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর স্ত্রী।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা