খাগড়াছড়ি জেলার রামগড় থানায় পুলিশের অভিযানে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।
এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় (১০ জুলাই) বুধবার খাগড়াছড়ি জেলার, রামগড় থানা পুলিশের একটি চৌকস দল রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় বাজার শান্তি বাস কাউন্টারের সামনে খালী জায়গার উপর অভিযান পরিচালনা করে।
এসময় সুমি খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশ। তার কাছে থাকা একটি কালো রংয়ের লাগেজ এর ভিতর রক্ষিত অবস্থায় ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় সুমি খাতুন মাগুরা জেলার-শ্রীপুর থানার-বরালিদহ (রাধানগর) গ্রামের মোঃ কালু মোল্লার মেয়ে এবং মোঃ শামিম রেজার স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রামগড় থানা পুলিশ।
মোঃ সালাউদ্দিন