বাংলাদেশের বিমা উন্নয়ন প্রকল্প থেকে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পাচার করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান, স্মার্ট টেকনোলজিসহ, এ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রযুক্তিগত উন্নয়নের জন্য সরকার বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছিল। তবে এসব প্রকল্পের কাজের মাধ্যমে নাফিসা কামালের এনকে সফট এবং স্মার্ট টেকনোলজিসের সঙ্গে সিন্ডিকেট করে প্রায় ৮০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন প্রকল্পের জন্য মোট ১০টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে নাফিসা কামালের এনকে সফট, স্মার্ট টেকনোলজি, চীনের সিনোসফটসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ পেয়েছিল। কিন্তু এসব প্রতিষ্ঠান প্রকল্পের জন্য নির্ধারিত অর্থের অধিকাংশই আত্মসাৎ করেছে।
প্রকল্পের কাজগুলোর মধ্যে ছিল বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে গবেষণা কেন্দ্র স্থাপন এবং সার্ভার রুম উন্নয়ন। প্রকল্পের নথি থেকে জানা যায়, নাফিসা কামালের সিন্ডিকেটের প্রভাবের কারণে কোনো প্রকৃত কাজ না হয়েও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে।
স্মার্ট টেকনোলজির অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে ২ কোটি ৬৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। একইভাবে, ন্যূনতম কাজ সম্পন্ন না করেই ২০২৩ সালের জুন মাসে স্মার্ট টেকনোলজির অনুকূলে ৪ দশমিক ৭৬ মিলিয়ন ডলার ছাড় করা হয়। এছাড়া, চীনা প্রতিষ্ঠান সিনোসফটকেও বিশাল পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে, যার অধিকাংশ কাজ শেষ হয়নি বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পগুলোতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দিলে প্রায় ৩০ কোটি টাকা সাশ্রয় হতো। বিমা উন্নয়ন প্রকল্পের বিশাল অংকের অর্থ আত্মসাৎ এবং পাচারের এই ঘটনা বাংলাদেশের আর্থিক খাতের জন্য গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নাফিসা কামালের সিন্ডিকেট এবং অন্যান্য প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে প্রকল্পগুলো কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি। সরকারের নতুন পদক্ষেপের মাধ্যমে এই দুর্নীতির তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
রিলাক্স নিউজ ২৪