টি-টোয়েন্টি ক্রিকেটে রানের উৎসব থামছেই না। ভারতীয় সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বারোদার ৩৪৯ রান গড়ে দিল দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে মাত্র ১৭.২ ওভারে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করে বারোদা। ২০ ওভারে ৩৪৯ রান করে সিকিমের বিপক্ষে রেকর্ড গড়ল এই দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে রানের রেকর্ড যেন দিন দিন ভাঙছে। চলতি বছর ভারত বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করেছিল, যা তখন টেস্ট খেলুড়ে দেশগুলোর সর্বোচ্চ। এরপর জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান তুলে এই রেকর্ড ভেঙেছিল। তবে বারোদা সিকিমের বিপক্ষে ৩৪৯ রান করে ছাড়িয়ে গেল সবকিছু।
শ্বাশত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারেই তোলেন ৯২ রান। পাওয়ারপ্লের মধ্যেই শতরান পূর্ণ হয়। ৪২ বলে সেঞ্চুরি করেন তিনি এবং শেষ পর্যন্ত ৫১ বলে অপরাজিত ১৩৪ রান করেন। তার মারকাটারি ইনিংসের ফলে দল মাত্র ১০.৩ ওভারে ২০০ রান পূর্ণ করে।
বারোদার ব্যাটসম্যানরা পুরো ইনিংসে হাঁকিয়েছেন ৩৭টি ছক্কা, যা টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল জিম্বাবুয়ের, যারা গাম্বিয়ার বিপক্ষে ২৭ ছক্কা মেরেছিল। ২০২৩ সালে নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল। এবার বারোদা আরও এক ধাপ এগিয়ে ৩৪৯ রান তুলে এই রেকর্ডকে পেছনে ফেলল। সিকিমের বোলাররা বারোদার ব্যাটসম্যানদের থামানোর চেষ্টা করলেও কোনো সফলতা পাননি।
টি-টোয়েন্টি ক্রিকেটে রানের রেকর্ড ভাঙাগড়া যেন নতুন মানদণ্ড তৈরি করছে। বারোদার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে ৩৪৯ রানের বিশ্বরেকর্ডটি দীর্ঘ সময় ধরে স্মরণীয় হয়ে থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই রানের উৎসব ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করল।
খেলাধুলা ডেস্ক: রিলাক্স নিউজ ২৪