পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলের মাছধরার বুধনাচাইয়ে আটক হয়েছে সুন্দরবনের অজগর। আটকৃত অজগরটি নয় ফুট লম্বা । উপজেলার বলেশ^র নদী তীরের সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের জলবদ্ধ কৃষিজমির মাঠে মাছধরার চাইয়ে এ অজগরটি আটকা পড়ে। খবর পেয়ে খুলনা বন্য প্রাণি সংরক্ষণ বিভাগ আজ বুধবার দুপুরে ঘটনাস্থল হতে বিপন্ন সাপটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যায়।
মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের তরুণ সমাজসেবক মো. ইউনুস মোল্লা জানান, স্থানীয় খেতাছিড়া গ্রামের জেলে বাদল হাওলাদার জলাবদ্ধ মাঠে মাঝ ধরার জন্য বুচনাচাই পেতে রাখেন। সকালে মাছ সংগ্রহের জন্য বুচনাচাই তুলতে গিয়ে দেখেন চাইয়ের ভেতর নয়ফুট লম্বা একটি অজগর আটকা পড়েছে। এরপর তিনি গ্রামবাসিকে খবর দিয়ে অজগরটি উদ্ধার করে বস্তাবন্দী করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অজগর আটকের বিষয়টি অবহিত করলে তিনি খুলনা রেঞ্জের বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগকে অবহিত কর্ ে। পরে বনভিাগের কর্মকর্তারা ঘটনাস্থল হতে অজগরটি উদ্ধার করেন।
এ ব্যাপারে বনবিভাগ খুলনা রেঞ্জের বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের ও লেভেল স্কট অফিসার মো. মনির হোসেন হাওলাদার বলেন, বলেশ^র নদী সুন্ধরবনঘেষা । সুন্দরবন থেকে ঘূণিঝড়র জলোচ্ছাসে অগরটি ভেসে লোকালয়ে এসেছে। বিপন্ন অজগরটি উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য অজগরটি খুল নিয়ে যাওয়া হয়েছে। পরে বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমত অজরটিকে তার আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, অজগরটির আবাসস্থল সুন্দরবনে। ধারনা করা হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের জলেচ্ছাসে লোকালয়ে ভেসে এসেছে।
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল