মৌলভীবাজার জেলা জামায়েত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যে রাতে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর থানার (ওসি) কে এম নজরুল জানান, ‘দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ। তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বিষয়ক বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল। গোপন তথ্যের ভিত্তিতে জেলা জামাতের আমিরকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তি জেলা জামায়াতের আমির সহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ‘ বুধবার (১৭ই জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি