সিকন্দর শুটিং: রশ্মিকার চোটে ফের থেমে গেল ছবির কাজ

সলমন খান ও রশ্মিকা মন্দানার ‘সিকন্দর’ ছবির শুটিংয়ে বারবার বাধা। পাঁজরের চোট, গুলিকাণ্ড ও নতুন করে রশ্মিকার দুর্ঘটনা নিয়ে শঙ্কিত অনুরাগীরা। শুটিং শুরুর প্রথম দিনেই অসুস্থ রশ্মিকা। পাঁজরে চোট নিয়েও শুটিং চালিয়ে যান সলমন। সলমনের বাড়িতে গুলিকাণ্ডের জেরে শুটিং বন্ধ। এবার জিম দুর্ঘটনায় রশ্মিকার বিরতি।

গত বছর জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকন্দর’ ছবির শুটিং। এরপর হায়দরাবাদে শুটিং করেন সলমন খান ও রশ্মিকা মন্দানা। ভাইজানের সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। কিন্তু শুটিং শুরুর প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেই সময়ে সলমন তাঁর বিশেষ যত্ন নেন বলে জানিয়েছেন রশ্মিকা।

এরপর পাঁজরে চোট পান সলমন খান। তবুও শুটিং চালিয়ে যান ভাইজান। এর মধ্যেই সলমনের বাড়িতে ঘটে যায় গুলিকাণ্ড। এই ঘটনার পর দীর্ঘদিন শুটিং বন্ধ রাখতে বাধ্য হন নির্মাতারা। বর্তমানে ছবির অন্তিম পর্বের শুটিং বাকি। তবে শুটিংয়ের আগেই নতুন করে বিপদের মুখে পড়েন রশ্মিকা। জিমে অনুশীলনের সময় আচমকা পড়ে যান তিনি। এতে গুরুতর চোট পেয়ে আপাতত কয়েকদিনের জন্য শুটিং থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।

নির্মাতাদের দাবি, এই অ্যাকশন ছবিতে সলমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনও কমতি রাখেননি প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। শুধু মুম্বইয়ের সেট তৈরি করতেই খরচ করেছেন ১৫ কোটি টাকা।

প্রযোজক জানান, এই ছবি তাঁর দীর্ঘদিনের বন্ধু সলমনকে জন্মদিনে উপহারস্বরূপ দিতে চান। ছবিটি আগামী বছর ইদে মুক্তির পরিকল্পনা রয়েছে। কিন্তু রশ্মিকার এই দুর্ঘটনার ফলে শুটিং কবে আবার শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুটিং শুরুর দিন থেকে একের পর এক সমস্যা পিছু ছাড়ছে না ‘সিকন্দর’ ছবির। রশ্মিকা ও সলমনের ভক্তরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং শুটিং শিগগিরই শেষ হয়ে ছবিটি মুক্তি পাক, এমনটাই প্রত্যাশা। ইদে মুক্তির দিন নির্ধারণ হলেও অনিশ্চয়তার মেঘ কাটবে কি না, সেটিই এখন দেখার।

 

 

 

বিনোদন ডেস্ক: রিলাক্স নিউজ ২৪

সম্পর্কিত নিউজ

ভারতে প্রথমবারের মতো বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট আয়োজন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোবিজ জগতের জন্য এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। আগামী বছরের ৫-৯ ফেব্রুয়ারি ভারত প্রথমবারের মতো বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ডব্লিউএভিইএস) আয়োজন করতে চলেছে। এই ঘোষণা বলিউডসহ পুরো…

আরও পড়ুন
নারী সংগ্রামের গল্প নিয়ে চলচ্চিত্র ‌‘পিঞ্জিরা’

নারী সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র পিঞ্জিরা। নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। এতে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পীকে পর্দায় দেখা যাবে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত” — মন্তব্য মণি শঙ্কর আইয়ার

শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত” — মন্তব্য মণি শঙ্কর আইয়ার

জুলাই-আগস্ট বিপ্লব: পাঁচ মাস পরও পুলিশের আতঙ্ক কাটেনি, কার্যক্রমে নেমেছে স্থবিরতা

জুলাই-আগস্ট বিপ্লব: পাঁচ মাস পরও পুলিশের আতঙ্ক কাটেনি, কার্যক্রমে নেমেছে স্থবিরতা

সিকন্দর শুটিং: রশ্মিকার চোটে ফের থেমে গেল ছবির কাজ

সিকন্দর শুটিং: রশ্মিকার চোটে ফের থেমে গেল ছবির কাজ

ঘুমের আগে পানি পান: বিষপানের মতো ক্ষতিকর অভ্যাস!

ঘুমের আগে পানি পান: বিষপানের মতো ক্ষতিকর অভ্যাস!

আপনার অভ্যাসই বলে দেবে আপনি কেমন!

আপনার অভ্যাসই বলে দেবে আপনি কেমন!

বিএনপি নেতা ও মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে চুরাই গরুর মাংস দিয়ে কর্মী-সমর্থকদের আপ্যায়নের অভিযোগ, গ্রেফতার ২

বিএনপি নেতা ও মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে চুরাই গরুর মাংস দিয়ে কর্মী-সমর্থকদের আপ্যায়নের অভিযোগ, গ্রেফতার ২