মার্চ মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিক্রয়মূল্য পূর্বের নির্ধারিত দামেই বহাল থাকবে। শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।
মূল্য তালিকা (ভোক্তা পর্যায়)
ডিজেল: প্রতি লিটার ১০৫ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১০৫ টাকা
অকটেন: প্রতি লিটার ১২৬ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১২২ টাকা
জ্বালানি বিভাগের আদেশে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ করা হয়। তবে মার্চ মাসের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। গত ফেব্রুয়ারি মাসেও একই মূল্যে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি হয়েছে। অর্থাৎ, ভোক্তা পর্যায়ে জ্বালানি ব্যয়ের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আসছে না। চলতি মার্চ মাসে ভোক্তারা পূর্বের দামেই ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল কিনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্ত জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: