০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
ভারত
হোলির রং মাখতে অস্বীকৃতি, যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রাজস্থানে

image

ভারতের রাজস্থানে হোলির আগে রং মাখতে না চাওয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার দৌসার রালওয়াস গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত যুবক হংসরাজ (২৫) স্থানীয় গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে জোরপূর্বক হোলির রং মাখাতে চান। তবে হংসরাজ এতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মারেন ও বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর করেন। এক পর্যায়ে এক অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দিনেশ আগরওয়াল।

এ ঘটনার পর হংসরাজের পরিবার ও গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন, যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা নিহতের পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং মরদেহ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

হোলির আনন্দ উৎসবের মাঝে এমন মর্মান্তিক ঘটনা ভারতের সামাজিক অবক্ষয়কে তুলে ধরে। পুলিশের তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে পরিবার ও স্থানীয়রা।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading