১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
প্রযুক্তি
মুখের লালা থেকে ডায়াবেটিক টেস্টে নতুন উদ্ভাবন

image

আজকাল রিপোর্ট
মুখের লালা থেকেই ডায়াবেটিক টেস্ট করা যাবে। নির্ণয় করা যাবে রক্তের সুগার লেভেল। শরীরে নিডলস ঢুকিয়ে রক্ত নিয়ে বারবার ব্লাড টেস্ট করার দিন শেষ হয়ে আসছে। দিনে কয়েকবার হাতের আঙ্গুলে নিডল ঢুকানোর প্রয়োজন পড়বে না। ব্যথা আর অনুভব করতে হবে না। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা ‘হোলি গ্রেইল’ নামক এ পদ্ধতি উদ্ভাবন করেছেন রক্তের গ্লুকোজ চেক করার জন্য।
এ পদ্বতিতে মুখের ভেতর স্ট্রাইপ ঢুকিয়ে সালিভা থেকে লালা নিয়ে গ্লুকোজ টেস্ট করা হবে। ব্যথা মুক্ত ও স্বল্পমূল্যে এ টেস্ট করানো সম্ভব। যার খরচ পড়বে ১ ডলারেরও নীচে। অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর পল ডাস্টর রিসার্স টিমের নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহায়তায় বিজ্ঞানীরা এ কাজটি করছেন। এ প্রোজেক্টের অনুদান রয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলার। প্রফেসর ডাস্টর বলেছেন, আমরা যে টেকনোলজি তৈরি করতে যাচ্ছি তা দিয়ে করোনা এবং ক্যানসারও টেস্ট করা যাবে। আমরা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথেও এ ব্যাপারে তথ্যাদি বিনিময় করছি।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading