দক্ষিণ এশিয়ার অন্যতম কম জনসংখ্যার দেশ ভুটানে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে স্টারলিংক। ইলন মাস্ক নিশ্চিত করেছেন, এখন থেকে ভুটানের ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। ভারতে এখনো অনুমোদনের অপেক্ষায় থাকলেও, বাংলাদেশে শিগগিরই সেবাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইলন মাস্ক ১১ ফেব্রুয়ারি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ঘোষণা দেন যে, স্টারলিংক এখন ভুটানে পাওয়া যাচ্ছে। স্টারলিংক তাদের সেবা মানচিত্র আপডেট করে নিশ্চিত করেছে যে, ভুটানের ব্যবহারকারীরা এখন এ সেবা গ্রহণ করতে পারবেন। এই ইন্টারনেট সেবা ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে চালু হয়েছে। স্টারলিংক উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক নেটওয়ার্ক তৈরি করছে।
আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের আলোচনা
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে এখনো সরকারি অনুমোদনের প্রয়োজন। মিয়ানমারে স্টারলিংক চালু হওয়ার সময়সীমা অনিশ্চিত। বাংলাদেশে ২০২৪ সালের মধ্যেই স্টারলিংক ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টারলিংকের সেবা প্রচলিত টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হতে পারে, যা আগামী কয়েক বছর পর্যন্ত অব্যাহত থাকবে।
স্টারলিংকের সেবা দক্ষিণ এশিয়ার ডিজিটাল সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করতে এ সেবা কার্যকর হতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ও ভারতের মতো জনবহুল দেশগুলো কবে নাগাদ এ সেবা পেতে পারে।
অনলাইন ডেস্ক
Comments: