ট্রলাররা কখনো তাঁর গায়ে লাগিয়ে দিয়েছেন ‘অহংকারী’র তকমা। আবার কখনো তাঁকে ‘প্লাস্টিক সুন্দরী’ বলে কটাক্ষ করেছেন। এবার এসব নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি। আরবাজ খানের ‘পিঞ্চ সিজন টু’তে এসে খোলাখুলি বলেছেন অনেক কথা।
এই শোতে ট্রলিং নিয়ে নানান কথা বলেছেন কিয়ারা। কিয়ারার সৌন্দর্য নিয়ে নেট জনতা অনেক সময় প্রশ্ন তুলেছেন। তাঁর রূপের পেছনে নাকি প্লাস্টিক সার্জারির কারিকুরি আছে! এসব শুনতে শুনতে একসময় তিনি নিজেও ভাবছিলেন, তাহলে কি সত্যি তাঁর প্লাস্টিক সার্জারি হয়েছে! অবশ্য কিয়ারা পরিষ্কার জানিয়ে দিলেন, এসব সত্য নয়। এ প্রসঙ্গে কিয়ারা বলেছেন, ‘আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর ট্রলারদের নানান মন্তব্য আসা শুরু হয়।
অনেকে বলতে থাকে যে আমি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আর এসব কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, নিশ্চয় আমি এমন কিছু করিয়েছি।’ ট্রলারদের আপত্তিকর মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করেন এই বলিউড তারকা।
তবু একেক সময় তাঁকে ট্রলিং প্রভাবিত করে বলে জানান কিয়ারা। তিনি বলেছেন, ‘নিজেকে রক্ষা করার জন্য ট্রলিং থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি মনে করি অন্যকে সম্মান করা উচিত। আর এটাও বোঝা উচিত যে আমাদেরও আবেগ আছে।’ সময়ে–অসময়ে নেট জনতা কিয়ারাকে অহংকারী বলেও কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, মোটেও তিনি এ রকম নন।ট্রলারদের কাছ থেকে ক্যারিয়ার নিয়েও নানান শলাপরামর্শ পান বলে কিয়ারা জানিয়েছেন।
Comments: