• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • বিশ্ব
    চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন আশরাফ গনি

    image

    তালেবান কাবুলে প্রবেশ করতেই আফগানিস্তান ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন। রক্তপাত এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

    দেশ ছাড়ার সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন আশরাফ গনি। বার্তা সংস্থা আরআইএ’কে এ তথ্য জানিয়েছেন কাবুলের রুশ দূতাবাসের এক মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো।
    কাবুলের রুশ দূতাবাসের ওই কর্মকর্তা আরও জানান, দেশ ছাড়ার সময় আশরাফ গনির কাছে আরও বিপুল অর্থ ছিল, কিন্তু সেগুলো গাড়ি ও হেলিকপ্টারে না ধরায় ফেলে যেতে হয়েছে।

    মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, গনি যেভাবে আফগানিস্তান থেকে পালিয়েছেন তা (বিদায়ী) শাসকগোষ্ঠীর পতনের সবচেয়ে স্পষ্ট বৈশিষ্ট্য। চারটি গাড়ি ছিল নগদ অর্থে ভর্তি, তারা এগুলোর আরেকটি অংশ হেলিকপ্টারে তুলতে চেয়েছিল, কিন্তু পুরোটা ধরেনি। কিছু অর্থ রাস্তায় পড়ে ছিল।

    আফগানিস্তানে এখন কোনো সরকার নেই, তালেবানের দখলদারিত্বে ভীত হয়ে হাজার হাজার আফগান ছাড়ছেন।

    সোমবার বিবিসি জানায়, আফগানিস্তানের সরকার ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি উজবেকিস্তানে চলে গেছেন। তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইকে নেতৃত্বদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

    সূত্র: রয়টার্স।

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading