• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • বিশ্ব
    বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

    image

    নিজের বিয়ের অনুষ্ঠানে মজার ছলে নাচ করেছিলেন বর। তবে এই আনন্দই কাল হলো তার জন্য! কনের বাবা এই নাচ মেনে নিতে না পেরে শেষ মুহূর্তে বিয়ে বাতিল করলেন। ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনায়, নিজের বিয়ের শোভাযাত্রায় আনন্দে নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। বিশেষ করে ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গানের তালে বরের নাচ তার পছন্দ হয়নি। বরের পরিবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কনের বাবা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।

    ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বর শোভাযাত্রা সহকারে বিয়ে করতে পৌঁছান কনের বাড়িতে। ঢাক-ঢোল, নাচ-গান, উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন সবাই। একপর্যায়ে উপস্থিত অতিথিরা বরের নাচ দেখতে চাইলে তিনিও তাল মিলিয়ে নাচতে শুরু করেন। কিন্তু সমস্যা তৈরি হয় যখন ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গানের তালে বর নাচতে থাকেন। আমন্ত্রিতদের অনেকে বিষয়টি হালকা মজার ছলে নিলেও কনের বাবা ব্যাপারটি একেবারেই মেনে নিতে পারেননি।

    তিনি মনে করেন, হবু জামাইয়ের এমন আচরণ তার পরিবারের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন, এই ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে সম্ভব নয়। বর ও তার পরিবার কনের বাবাকে বুঝানোর চেষ্টা করেন যে এটি নিছক আনন্দের বহিঃপ্রকাশ ছিল। তবে কনের বাবা একেবারেই অনড় থাকেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ে বাতিল হওয়ার পরও কনের বাবার রাগ কমেনি, এমনকি বরের পরিবারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেছেন তারা।

    কনের জন্য এটি ছিল খুবই আবেগঘন মুহূর্ত। বিয়ের স্বপ্নভঙ্গ হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তবে তার বাবার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। এই ঘটনাটি প্রমাণ করে, সংস্কৃতি ও মূল্যবোধের পার্থক্য অনেক সময় বড় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আনন্দের মুহূর্তেও সামাজিক দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, দিল্লির এই ঘটনা তারই উদাহরণ।




    অনলাইন ডেস্ক

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading