ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন স্ত্রী। কিন্তু সেই টাকা নিয়ে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি, যা আলোড়ন তুলেছে।
পিন্টু বেজ ও সুপর্ণ বেজ ১৬ বছর আগে প্রেম করে বিয়ে করেন। mতাদের সংসারে অভাব-অনটন চলছিল, যার ফলে স্ত্রীর অনুরোধে পিন্টু কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। তিন মাস আগে ১০ লাখ রুপির বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন পিন্টু। স্ত্রী সুপর্ণ সেই টাকা নিয়ে ফেসবুকে পরিচিত এক প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্বামী পুলিশের সাহায্যে স্ত্রীর খোঁজ পান, তবে স্ত্রী ডিভোর্সের হুমকি দেন এবং নতুন প্রেমিকের সঙ্গেই সংসার করছেন বলে জানান।
স্ত্রীর এই প্রতারণার ঘটনায় পিন্টু বেজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কলকাতা হাইকোর্টে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্তে জানতে পারে, সুপর্ণ স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে গেছেন এবং নতুন সঙ্গীর সঙ্গে সংসার করছেন।
স্বামীর আত্মত্যাগের বিনিময়ে স্ত্রী যে প্রতারণা করেছেন, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনা শুধু পারিবারিক নয়, বরং সামাজিকভাবেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস ও টিভিনাইন।
Comments: