ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছিলো দেশটি।
সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুরোধের পর আমরা তাদেরকে বলেছি মিয়ানমারের জোরপূর্বক ব্যস্তুচ্যুত পৃথিবীর বড়ো সংখ্যার জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি। তাই আমাদের এখানে নতুন করে কাউকে আশ্রয় দেয়ার সুযোগ নেই।
এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছিলাম কী পরিমাণ নাগরিককে কতো দিনের জন্য রাখতে হবে। এসব বিষয়েও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
তিনি আরও বলেন, নতুন করে কাউকে আশ্রয় দেয়ার মতো অবশিষ্ট কিছুই বাংলাদেশের নেই। এমনিতেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিভিন্ন রকমের অসুবিধায় আছে। বিশেষ করে পরিবেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বন উজাড় হয়েছে এবং পাহাড় ধংস হয়েছে। এগুলো চাইলেও আর পুষিয়ে উঠা সম্ভব নয়।
Comments: