• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • বাংলাদেশ
    মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া সুবাকে নওগাঁয় দেখা গেছে, পুলিশের দাবি প্রেমঘটিত কারণে পালিয়েছে

    image

    রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও পালিয়ে যায় সে।

    মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একটি ছেলের হাত ধরে ঘুরছিল সুবা। পরে তদন্তে বেরিয়ে আসে, সেই ছেলের নাম মোমিন হোসেন এবং তার বাড়ি নওগাঁয়। পুলিশের মতে, সুবা মোমিনের সঙ্গে প্রেমঘটিত কারণে নওগাঁয় গেছে। যদিও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে ছেলের বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ তাদের সহযোগিতা চেয়েছে, যাতে তারা পালিয়ে যেতে না পারে।

    সুবার পরিবার সম্প্রতি মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় আসে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সে। সুবার নিখোঁজের খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটির সন্ধান চান, যার ফলে বিষয়টি দ্রুত পুলিশের নজরে আসে।

    সুবার সন্ধান মিললেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে চেষ্টা করছে।




    অনলাইন ডেস্ক

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading