বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আরটিভি
শনিবার (২১ আগস্ট) এক বার্তায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার চতুর্থ দফায় ৭ লাখ ৮১ হাজার ৪০০ টিকা ঢাকায় পৌঁছেছে। আগামী শনিবার ৩০ লাখ টিকার শেষ চালান ঢাকায় পৌঁছাবে।
প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা দেবে। ইতোমধ্যে চার দফায় বাংলাদেশকে দেয়া জাপানের প্রায় ২৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে।
Comments: