ওয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির নতুন ফিচার। চ্যাটজিপিটি এখন থেকে ওয়াটসঅ্যাপেই তৈরি করতে পারবে ছবি, ব্যবহারকারীদের জন্য আরও সহজ হলো এআই-চিত্র ব্যবহার
ওপেনএআই সম্প্রতি চালু করেছে একটি নতুন সুবিধা, যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা ওয়াটসঅ্যাপেই চ্যাটজিপিটির মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন। এই ফিচারটি এখন থেকে উন্মুক্ত ১-৮০০-চ্যাটজিপিটি (1-800-ChatGPT) হেল্পলাইন নাম্বার বা সরাসরি wa.me/18002428478 লিঙ্কের মাধ্যমে। চ্যাটজিপিটির এই ফিচার ব্যবহারকারীদের একই চ্যাট প্ল্যাটফর্মে থেকে বিভিন্ন ধরনের চিত্র যেমন ডিজাইন মকআপ, কনটেন্ট আইডিয়া বা জেনারেটিভ আর্ট তৈরি করতে সহায়তা করবে। এর ফলে আর আলাদা এপ বা সফটওয়্যারে যেতে হবে না, সবকিছুই হবে ওয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই।
এই ফিচারে নির্দিষ্ট কোনো দৈনিক সীমা নির্ধারণ করা হয়নি, তবে ব্যবহারকারীর সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী সীমাবদ্ধতা থাকতে পারে। ফ্রি টায়ার ব্যবহারকারীরা কম সুবিধা পেলেও, চ্যাটজিপিটি প্লাস বা প্রো সাবস্ক্রাইবারদের জন্য চিত্র তৈরির সুযোগ অনেক বেশি। তবে ব্যস্ত সময়ে সাময়িকভাবে ক্যাপ প্রযোজ্য হতে পারে। ওপেনএআই জানিয়েছে, এ সুবিধা মূলত সহজতর করতে এবং এআই-ভিত্তিক সৃজনশীলতা আরো মানুষের হাতে পৌঁছে দিতে নেওয়া হয়েছে।
ওয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির ছবি তৈরির সুবিধা প্রযুক্তির ব্যবহারকে আরও একধাপ সহজ ও জনবান্ধব করে তুলল। একক প্ল্যাটফর্মে সব কাজ করার সুবিধা পেয়ে ব্যবহারকারীরা এখন আরও বেশি উদ্ভাবনী ও কার্যকরভাবে এআই ব্যবহার করতে পারবেন।
অনলাইন ডেস্ক
Comments: