ঘুমিয়েই কোটিপতির পথে—নতুন ধারার প্রতিযোগিতায় বাজিমাত। ভারতের পুনের তরুণী পূজা মাধবওবাহাল ‘স্লিপ ইন্টার্নশিপ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র ঘুমিয়ে জিতে নিলেন ৯.১ লাখ রুপি।
অবিশ্বাস্য হলেও সত্যি! ভারতের পুনের বাসিন্দা পূজা মাধবওবাহাল নামের এক তরুণী শুধুমাত্র নিয়মিত ও গভীর ঘুম দিয়েই জিতেছেন বিশাল অঙ্কের পুরস্কার। বেঙ্গালুরুর ঘুমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েক-ফিট (Wakefit) আয়োজন করেছিল অভিনব প্রতিযোগিতা—‘স্লিপ ইন্টার্নশিপ’। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে পূজা জিতে নিয়েছেন ৯.১ লাখ রুপি।
‘স্লিপ ইন্টার্নশিপ’-এর লক্ষ্য ছিল ঘুমের মান, স্ট্রেস স্তর ও হৃদস্পন্দন বিশ্লেষণের মাধ্যমে ঘুমের প্রভাব বোঝা। ১৫ জন চূড়ান্ত প্রতিযোগীকে একটি মনিটরিংকৃত কক্ষে রেখে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হতো। এই প্রতিযোগিতায় সেরা পারফরমার হন পূজা, যিনি নিখুঁত ঘুমের রুটিন বজায় রেখে শীর্ষে উঠে আসেন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী:
ন্যূনতম বয়স হতে হবে ২২ বছর
একবারের বেশি আবেদন গ্রহণযোগ্য নয়
আগের মৌসুমের অংশগ্রহণকারীরা পুনরায় আবেদন করতে পারবেন না
আয়োজক প্রতিষ্ঠানের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না
প্রতিযোগিতার বাকিরা পেয়েছেন ১ লাখ রুপি করে সম্মাননা।
পুরস্কার পেয়ে পূজা বলেন, “নিয়মিত ও গভীর ঘুম যে জীবনে কত গুরুত্বপূর্ণ, এই প্রতিযোগিতার মাধ্যমে তা বুঝেছি। ঘুমই আমার জন্য আয়ের পথ হয়ে দাঁড়াবে কখনও ভাবিনি!”
এই প্রতিযোগিতা যেমন ঘুমের গুরুত্বকে সামনে এনেছে, তেমনই ঘুমের উপর ভিত্তি করে ক্যারিয়ার গঠনের এক নতুন দৃষ্টান্তও স্থাপন করেছে। ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর মতো অভিনব উদ্যোগগুলো তরুণ সমাজের দৃষ্টি ঘুমের গুণগত মানের দিকে ফেরাচ্ছে। ভবিষ্যতে এমন গবেষণাভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হলে ঘুম হবে শুধু বিশ্রাম নয়, স্বাস্থ্য আর সম্ভাবনার চাবিকাঠিও।
অনলাইন ডেস্ক
Comments: