বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে'। সেবা কার্যক্রম চালু করেছে সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়। এই সেবার মাধ্যমে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল ক্যাশলেস অর্থনীতির দিকে। শুরুতে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল পে’র উদ্বোধন ঘোষণা করেন। সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি, যা দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পে’র সঙ্গে যুক্ত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। গুগল পেমেন্টস, মাস্টারকার্ড ও ভিসা বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
গুগল পে সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন লেনদেন করা যাবে। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা Google Wallet-এর মাধ্যমে এই সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও ব্যাংক যুক্ত হলে সেবার পরিধি বাড়বে। গুগল পে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং কার্ড যুক্ত করতে হবে। এই সেবায় কোনো লেনদেন ফি নেই। দেশের প্রযুক্তি নির্ভর আর্থিক খাতে এটি একটি বড় অগ্রগতি।
গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল। সিটি ব্যাংকের এই উদ্যোগের ফলে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নতুন দ্বার খুলে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক
Comments: