০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
ধর্ম
হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, সৌদি তালিকায় প্রথম

image

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় সেরা হয়েছে—সৌদি সরকারের তালিকায় উঠে এসেছে এই গৌরবজনক সাফল্য। এ বছর হজ শেষে হাজিরা দেশে ফিরছেন সন্তুষ্টির সাথে। বিমানবন্দরে তারা জানালেন, এবারের ব্যবস্থাপনায় ছিল না কোনো বড় ধরনের অভিযোগ। সরকারি হিসেবে ইতিমধ্যেই দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমরা পবিত্র হজ পালনে সৌদি আরব যান। এবছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ অর্জন করেছে প্রথম স্থান। সৌদি সরকারের প্রকাশিত তালিকায় এই অর্জনের কথা জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন—হাব (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, ‘এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর। নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে গিয়ে নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন। এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।’ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ‘সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা করার চেষ্টা করেছি। এবার হজে কোনো ধরনের বিশৃঙ্খলা, টিকেট সংকট বা অব্যবস্থা দেখা যায়নি।’ হজ পালন শেষে দেশে ফেরা হাজিরা জানান, পরিবার, দেশ ও মুসলিম উম্মাহর শান্তির জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। ব্যবস্থাপনায় তৃপ্তির হাসি ছিল সবার মুখে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৫ জুন পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হাজী। এবারের হজে মৃত্যু হয়েছে ২৭ জনের (এর মধ্যে ২ জন নারী), যা গত বছরের চেয়ে কম। নিখোঁজ রয়েছেন একজন এবং প্রায় ৩০ জন হাজী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় এই অর্জন আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতে এই মান ধরে রাখা এবং আরও উন্নতি করাই হবে পরবর্তী লক্ষ্য।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading