• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • খেলা
    পেনাল্টি শ্যুট আউটে ৫৩ বছর পর শিরোপা জিতল ইতালি

    image

    ইউরোর শ্রেষ্ঠত্ব কাদের, সেটা নির্ধারণে এবার টাইব্রেকার নামক লটারিতেই গড়ালো মেগা ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। কেউ জিতলো না, কেউ হারলোও না।

    শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতেই ৩-২ গোলে ৫৩ বছরের শিরোপা খড়া কাটিয়ে ইউরো চ্যাম্পিয়নে নিজেদের নাম লিখে ইতিহাস গড়ল ইতালি।

    এব আগে দুই অর্ধে দুই দলের দেয়া দুটি গোলে প্রথমার্ধ শেষ হলো ১-১ সমতায়। যার ফলে খেলা গড়িয়ে গেলো অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০ মিনিটের খেলায়ও নিষ্পত্তি হলো না। ফলে টাইব্রেকারেই ফাইনালের জয়ী নির্ধারণ হয়।

    পেনাল্টি ওভার ভিউ:

    ইংল্যান্ড: সাকাকে রুখে দেন দোনারুম্মা।

    ইতালি (০): পিকফোর্ড দুর্দান্ত সেভ করেন ডানপাশে ঝাঁপিয়ে।

    ইংল্যান্ড (০): সানচোকে বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন দোনারুম্মা।

    ইতালি (১): বের্নার্ডেশচি মাঝামাঝি শটে জালে বল পাঠান।

    ইংল্যান্ড (০): র‌্যাশফোর্ড বাঁ দিকের পোস্টে আঘাত করলেন।

    ইতালি (১): বোনুচ্চি গোল করে ইতালির আশা জাগিয়ে রাখলেন।

    ইংল্যান্ড (১): ম্যাগুইরেও সফল হলেন।

    ইতালি (০): বেলোত্তিকে বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান পিকফোর্ড।

    ইংল্যান্ড (১): হ্যারি কেইন ডান পায়ের শটে বাঁ দিক দিয়ে জাল কাঁপান।

    ইতালি (১): বেরার্দি বাঁ পায়ের বাঁ দিকের শটে পিকফোর্ডকে পরাস্ত করেন।

    নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময়েও স্কোর একই থাকে। তাতে টাইব্রেকারে গড়ালো ম্যাচ।

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading