১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
খেলা
নারী ফুটবলে বিদ্রোহ! কোচ-বিতর্কে ৭ ফুটবলারের বিস্ফোরক জবানবন্দি

image

বাংলাদেশের নারী ফুটবলে উত্তেজনা তুঙ্গে! চলমান সংকট নিরসনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ কমিটির মাধ্যমে সাত বিদ্রোহী ফুটবলারের জবানবন্দি গ্রহণ করেছে। কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে ১৮ জন ফুটবলার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। যদিও ১৮ জনকেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত শুধুমাত্র ৭ জন ফুটবলার তাদের বক্তব্য দেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া শুনানিতে একে একে ফুটবলারদের বক্তব্য শোনা হয়। প্রথম দফায় সাগরিকা ও সাথী, এরপর সুমাইয়া, শিউলি আজিম, মনিকা চাকমা, সানজিদা এবং অধিনায়ক সাবিনা খাতুন সাক্ষ্য দেন। কেউ ১০ মিনিট, কেউ ১৫ মিনিট ধরে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বিশেষ কমিটির শুনানিতে জানা গেছে, ইংরেজিতে লিখিত চিঠিটি তৈরি করেছিলেন জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা। তিনি ইংরেজিতে বক্তব্য রাখেন এবং চিঠি পড়ে শোনান। সুমাইয়া জানান, সতীর্থদের অনুরোধেই তিনি চিঠিটি লিখেছেন।

মনিকা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিমসহ অন্যান্য ফুটবলাররা কোচের সঙ্গে দ্বন্দ্বের নানা দিক তুলে ধরেন এবং বাটলারের কোচিং স্টাইল নিয়ে বিভিন্ন অসঙ্গতির কথা জানান। বিশেষ কমিটি তাদের বক্তব্য শুনে বিস্তারিত ব্যাখ্যা চায়।

বৈঠক শেষে বিশেষ কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানান, "আজ সাতজনের বক্তব্য শুনেছি, আগামীকাল আরও শুনবো। আমরা আস্তে আস্তে কাজ এগিয়ে নিয়ে যাবো।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading