১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
খেলা
বসুন্ধরার বিপক্ষে ১৬ কোটি টাকার অস্ত্র পাচ্ছে না মোহনবাগান

image

এএফসি কাপের বসুন্ধরা কিংসের সামনে এখন বড় বাধা ভারতের এটিকে মোহনবাগান। বসুন্ধরাকে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল রাউন্ডে যেতে হবে মোহনবাগানকে হারিয়েই। ২৪ আগস্ট এ ম্যাচটা তাই বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। এ ম্যাচের আগে অবশ্য বসুন্ধরা একটা সুখবরই পাচ্ছে। খেলতে পারছেন না মোহনবাগানের ফরাসি তারকা হুগো বুমুস। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় বসুন্ধরার বিপক্ষে খেলা হচ্ছে না মোহনবাগানের ‘দামি’ এ তারকার।গতকাল মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে হুগো বুমুস ছিলেন মোহনবাগানের জয়ের প্রাণভোমরা। তিনি অবশ্য গোটা দলেরই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। কুশলী এ খেলোয়াড় দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কাল ১-০ গোলে পিছিয়ে পড়া মোহনবাগানকে জিতিয়ে নিয়েই ফিরেছেন। ৬২ মিনিটে মাঠে নেমে রয় কৃষ্ণা আর মানবীর সিংকে দিয়ে করিয়েছেন দুটি গোল।


প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারানো মোহনবাগান কাল মাজিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচটির কথা মাথায় নিয়েই। স্প্যানিশ কোচ অ্যান্থনি হাবাস মাজিয়ার বিপক্ষে প্রথমে নামানি হুগো বুমুসকে। বিশ্রামেই রেখেছিলেন তাঁকে। কিন্তু ১-১ সমতায় থাকা অবস্থায় ফরাসি তারকাকে নামিয়েই বাজিমাত করেন হাবাস। ম্যাচের রং বদলে যায় দারুণভাবে। ৩-১ ব্যবধানে জয়ও বের করে নেয় মোহনবাগান।মঙ্গলবার মোহনবাগানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। পরবর্তী রাউন্ড আন্তঃআঞ্চলিক পর্বের সেমিফাইনালের টিকিট পেতে হলে এই ম্যাচে বসুন্ধরাকে জিততেই হবে। মোহনবাগানের দরকার ড্র। এই হুগোর না থাকাটা বসুন্ধরা কিংসের জন্য ‘সুখবর’, সেটি না বললেও চলছে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন তিনি। নিয়ম অনুযায়ী টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে নিষেধাজ্ঞা অনুযায়ী পরের ম্যাচে খেলতে পারেন না সে খেলোয়াড়। এএফসির পাঠানো ম্যাচ সামারিতে উল্লেখ আছে ৮০ মিনিটে হলুদ কার্ড দেখেছেন বুমুস। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হলুদ কার্ডটি দেখেছিলেন ৬০ মিনিটে।ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের উজ্জ্বল মুখ বুমুস। সর্বশেষ আইএসএলে মুম্বাই সিটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর গুরুত্ব বুঝেই মুম্বাইয়ের কাছ থেকে ছিনিয়ে এনেছে রানার্সআপ মোহনবাগান। নতুন মৌসুমের আগে বিদেশি খেলোয়াড় হিসেবে সবার আগে বুমুসকে নেয় কলকাতার ঐতিহ্যবাহী দলটি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সাড়ে ১৪ কোটি রুপি দিয়ে তাঁকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে মোহনবাগান। এর মধ্যে আছে মুম্বাই এফসিকে দেওয়া ২ কোটি রুপির ট্রান্সফার ফি। বাংলাদেশি মুদ্রায় বুমুসের মোট দাম ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

দুর্দান্ত ড্রিবলিং, নিখুঁত দূরপাল্লার পাস ও রক্ষণচেরা পাসে জুড়ি নেই বুমুসের। গোল করতেও জুড়ি নেই তাঁর। ২০১৭ সালে মরক্কোর ক্লাব থেকে এফসি গোয়ায় নাম লেখান। দুই মৌসুম গোয়ায় খেলে যোগ দেন মুম্বাইয়ে। সর্বশেষ মৌসুমে মুম্বাইকে প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ ফরাসি ফুটবলার।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading