দেশের জনপ্রিয় স্টান্ট রাইডার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী স্থায়ীভাবে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার ফেসবুক পোস্ট ও স্টোরিগুলোয় এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েক মাস ধরেই বিতর্কের কারণে কিছুটা আড়ালে চলে যান ফাহিম। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজের নতুন জীবনের ইঙ্গিত দিলেন মালয়েশিয়া থেকে।
দেশের তরুণদের কাছে আইকন হিসেবে বিবেচিত আরএস ফাহিম চৌধুরী এখন মালয়েশিয়ায় নতুন জীবন শুরু করেছেন। গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ায় কিছুটা আড়ালে চলে যান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন নিয়মিত। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক আবেগঘন বার্তায় তিনি লেখেন,
"জীবনে চলার পথে কেউ কষ্ট দিবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাস ঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে... যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত ভালো থাকতে পারবেন।"
পোস্টের সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও যুক্ত ছিল, যা তার আবেগের গভীরতা আরও বাড়িয়ে দেয়।
স্টোরিতে তিনি ধাপে ধাপে তার দেশত্যাগের মুহূর্তগুলো তুলে ধরেন — সন্তানকে আদর, স্ত্রী ও সন্তানের সাথে বিদায়ী মুহূর্ত, বিমানবন্দর থেকে বিদায়, মালয়েশিয়ায় পৌঁছানো এবং নতুন বাসায় রাতের শুভেচ্ছা জানানোর দৃশ্য। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া ফাহিম বড় হয়েছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করে ২০১৫ সালে ইউটিউবে নিজের চ্যানেল খোলেন তিনি। অল্প সময়েই দেশের অন্যতম জনপ্রিয় বাইকার ও কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠেন।
তার এই হঠাৎ দেশ ছাড়ার ঘটনায় ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে অনেকে জানতে চাইছেন, মালয়েশিয়া থেকে তিনি কি নতুন করে কনটেন্ট তৈরি শুরু করবেন, নাকি ভিন্ন কোনো পেশায় যুক্ত হবেন।
আরএস ফাহিমের মালয়েশিয়া যাত্রা তার জীবনের এক নতুন অধ্যায়। ভক্তরা অপেক্ষায় আছেন, প্রিয় তারকার নতুন কনটেন্ট কিংবা জীবনের নতুন গল্পের জন্য। সময়ই বলে দেবে, বাইক স্টান্ট ও কনটেন্ট নির্মাণে তিনি আবারও সবাইকে চমক দেবেন কি না।
অনলাইন ডেস্ক
Comments: