ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৫ম সিজনের কিছু সংলাপ নিয়ে অশ্লীলতা ও সামাজিক অবক্ষয়ের অভিযোগ এনে নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংলাপে অশ্লীলতা ও নারী অবমাননার অভিযোগ, সাত দিনের মধ্যে ভিডিও ও সংলাপ সরানোর দাবি।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের ১ থেকে ৮ পর্বে কিছু সংলাপ অশ্লীল, ডাবল মিনিং এবং নৈতিকতার পরিপন্থি দাবি করে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি সহ কয়েকজন অভিনেতা ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম)। তিনি বলেন, নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি শব্দ ও বাক্য ব্যবহার করে তরুণ সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করা হচ্ছে।
এছাড়া অমির পূর্ববর্তী কিছু কাজ যেমন ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগকেও নারীবিদ্বেষ ও শালীনতার পরিপন্থি বলে দাবি করা হয়।
আইনজীবী আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রচার করা আইনত দণ্ডনীয়। অথচ নাটকের আপত্তিকর সংলাপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে এবং কিশোরদের ভাষা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে সাত কার্যদিবসের মধ্যে বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা।
নোটিশে বিবাদী করা হয়েছে— পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, এবং বুম ফিল্মস প্রোডাকশন হাউজ।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো জনপ্রিয় নাটকে অশ্লীল ও বিতর্কিত সংলাপ নিয়ে প্রকাশ্যে আইনি অভিযোগ নাট্যজগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কনটেন্ট নির্মাতাদের দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতা নিয়েও প্রশ্ন উঠছে। আগামী দিনগুলোতে এই নোটিশ কী ধরনের প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।
অনলাইন ডেস্ক
Comments: