• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • যুক্তরাষ্ট্র
    এশিয়া সফরে কমলা হ্যারিস

    image

    আজকাল রিপোর্ট
    চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এশিয়ার দুই দেশ সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী আগস্টে সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফরের কথা রয়েছে তার। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
    সফরে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।
    জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন এ অঞ্চলে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরে পাঠাচ্ছে। এর মধ্য দিয়ে মূলত দক্ষিণ চীন সাগরসহ অন্যান্য এলাকায় চীনের তৎপরতা প্রতিহত করতে চায় ওয়াশিংটন।
    সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেন মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে দক্ষিণপূর্ব এশিয়া সফর করেন। এই সপ্তাহেই ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের প্রতিরক্ষা বিষয়ক প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
    চীনও নিজেদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটি ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে বিপুল পরিমাণ টিকা সরবরাহ করে ‘তথাকথিত’ টিকা কূটনীতি চালিয়ে আসছে।

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading