১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
যুক্তরাষ্ট্র
হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন বাইডেন

image

আজকাল রিপোর্ট
দুনিয়াজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯ আগস্ট সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। টুইটে জো বাইডেন বলেন, ‘ইসলামি নববর্ষ ও পবিত্র মহররম মাস উপলক্ষে জিল (যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি) ও আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মহররম মাসে যে ঐতিহাসিক আত্মদানের ঘটনা ঘটেছিল তা স্মরণের পাশাপাশি ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধগুলোর প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম উম্মাহ) সঙ্গে যুক্ত হতে চাই।’
আরবি ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি নতুন বছর শুরু হয় মহররমের ১ তারিখ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের দিনটিকেই হিজরি বছরের সূচনা হিসেবে ধরে নেওয়া হয়। হিজরি বর্ষ মূলত চান্দ্রবর্ষ। চাঁদ দেখার ভিত্তিতে নতুন মাস বা নববর্ষ নির্ধারণ করা হয়। দুই ঈদসহ ইসলামের অনেক ধর্মীয় বিধিবিধান চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading