১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
যুক্তরাষ্ট্র
অর্ধেক নাগরিকের টিকা সম্পন্ন

image

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিককে টিকার সম্পূর্ণ ডোজ প্রদান করা হয়েছে। হোয়াইট হাউসের কোভিড ডাটার পরিচালক এই তথ্য জানিয়েছেন। এক টুইট বার্তায় পরিচালক সাইরাস সাহপার বলেন, নতুন ৫ লাখ ৬৫ হাজার টিকা প্রদানসহ মোট ৮ লাখ ২১ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। গত সপ্তাহ থেকে ১১ শতাংশ নাগরিককে টিকা প্রদান করা হয়েছে। এর আগের দুই সপ্তাহ ৪৪ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সকল বয়সী নাগরিকের অর্ধেককে সম্পূর্ণ টিকা প্রদান করা হয়েছে।
বৈশ্বিক ডাটা অনুসারে, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনসহ এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৩৫ কোটি মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫৫ লাখ। করোনা সংশ্লিষ্ট অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭শ মানুষের।
২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাস শুরুর পর বিশ্বের ১৯২টি দেশে এখন পর্যন্ত প্রায় ৪২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading