আজকাল রিপোর্ট
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সহযোগিতায় এবং জেবিবিএর ডিরেক্টর ফাহাদ সোলায়মান এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমির উদ্যোগে আগামীকাল শনিবার জ্যাকসন হাইটসে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার বিধিনিষেধ শিথিল হওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে এই মৌসুমের প্রথম মেলার আয়োজন করছেন তারা। দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৩৭ রোড এবং ৭৪ এবং ৭৫ স্টিটের মাঝে।
মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এসেম্বলীওম্যান ক্যাটেলিনা ক্রুজ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন কুইন্স ডিস্টিক্ট এটর্নী মেলিন্ডা কাটজ, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, এ্যাসেম্বলীওম্যান জেসিকা গাঞ্জালেস, জেনিফার রাজকুমার, কাউন্সিলম্যান প্রার্থী শেখ কৃষ্ণান, মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসিফ বারী টুটুল, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জ্যাকসন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শিব দাস, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ ও ব্যবসায়ী সাইফ নায়াগ্রা।
মেলায় সঙ্গীত পরিবেশন করবেন রিজিয়া পারভীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলার র্যাফেল ড্রর প্রথম পুরস্কার থাকবে গাড়ি, দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক- ঢাকা- নিউইয়র্ক টিকেট। এ ছাড়াও থাকবে আরো আকর্ষণীয় পুরস্কার।
Comments: