• ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
  • যুক্তরাষ্ট্র
    পেন্টাগনের কাছে হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

    image

    আজকাল রিপোর্ট
    মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রবেশ দ্বারের কাছে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ছুরি হামলায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
    ভার্জিনিয়ার আরলিংটন কাউন্টিতে অবস্থিত পেন্টাগনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কাছের মেট্রোয় গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই প্রতিরক্ষা দফতর লকডাউন করা হয়। পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সির প্রধান উড্র কাসে সংবাদ সম্মেলনে এক পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উড্র কাসে বলেছেন, ঘটনাটি এফবিআই তদন্ত করছে এবং পেন্টাগন এখন নিরাপদ রয়েছে।

    ভিডিও
    Comments:
    Sponsered Ad
    Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

    loading