যুক্তরাষ্ট্রজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার (১৮ আগস্ট) মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসা বিশেষজ্ঞদের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনি বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি, রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেন্সকি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক।
পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে চিকিৎসাধীন বয়স্ক ব্যক্তিরা। এ ছাড়া বুস্টার ডোজ নিতে পারবেন কমপক্ষে আট মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া মার্কিন নাগরিকরাও। পর্যায়ক্রমে সব মার্কিন নাগরিক বুস্টার ডোজের আওতায় আসবে বলেও জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মডার্না বা ফাইজারের দুই ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা গ্রহণকারীরা আপাতত বুস্টার ডোজ নিতে পারবেন। এর আগে সিডিসি এবং এফডিএ যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়।
এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনি বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে টিকার সুষম বণ্টন নিশ্চিতে গরিব দেশগুলোকে বেশি করে টিকা সরবরাহে ধনী দেশগুলোর প্রতি আহ্বানও জানায় সংস্থাটি।
মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। গতকালের তুলনায় আজ (বৃহস্পতিবার ১৯ আগস্ট) বিশ্বে করোনায় মৃত্যু আরও বেড়ে গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ৪৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।
যা গতকাল বুধবার (১৮ আগস্ট) মারা যান আরও ৯ হাজার ৯০৭ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৪৯৮ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৪ হাজার ২৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৫৯ হাজার ৯০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৭৪৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জনের।
Comments: