১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
যুক্তরাষ্ট্র
অশ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্রে

image

# তরুণদের ৫৩ ভাগ নন-হোয়াইট
# এশিয়ান বৃদ্ধির হার ২৯ শতাংশ
# কুইন্সে কৃষ্ণাঙ্গের সংখ্যা কমেছে
আজকাল রিপোর্ট
আমেরিকায় শ্বেতাঙ্গ জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। ২০২০ সালের সেনসাস বা আদমশুমারি থেকে এ আভাস পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, আগামী ২০ বছরে অশ্বেতাঙ্গরা দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হবেন। আদমশুমারি বিশ্লেষণ করে দেখা গেছে, তরুণদের ক্ষেত্রে দেশে এখন অশ্বেতাঙ্গদের সংখ্যাই বেশি। পুরো জনগোষ্ঠীতে এশিয়দের সংখ্যাও বেড়েছে ২৯ শতাংশ। অপরদিকে কুইন্সে কৃষ্ণাঙ্গদের সংখ্যা হ্রাস পেয়েছে।
সেনসাসের এই পূর্বাভাষ বলছে, আমেরিকার ভবিষ্যত রাজনীতির মানচিত্র পাল্টে যাবে। বহু গোত্রীয় ও বহু সম্প্রদায়ের সম্মিলিত নন-হোয়াইট জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ (মেজোরিটি) আমেরিকানে পরিণত হবেন। এতে গোত্র ও বর্ণের বিভাজনে যারা মূলধারার রাজনীতি করছেন তারা শঙ্কিত হয়ে পড়ছেন। বিশেষ করে রিপাবালকান দলীয় রাজনীতিকরা চিন্তায় পড়েছেন। রাজনীতিতে ইমিগ্রেশন ইস্যু, সাদা বনাম কালো ও সাদা বনাম ব্রাউন কালারের প্রশ্ন তুলে তারা বারবার ভোটের বৈতরণী পার হতে চান। বিশেষ করে আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এলাকায় সাদা আমেরিকানদের শ্লোগানে রিপাবলিকানরা নির্বাচনে ভালো ফলাফল করে আসছেন। কিন্তু ২০২০ সালের সেনসাস বা আদমশুমারি আমেরিকার ভবিষ্যত রাজনীতির মানচিত্র পাল্টে দিচ্ছে। বর্তমানে শতকরা ৪২ ভাগ জনগোষ্ঠী নন হোয়াইট। এ সংখ্যা ২০০০ সালে ৩১ শতাংশ ও ২০১০ সালের আদমশুমারিতে ছিল ৩৬ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের আদমশুমারির পরপরই অর্থাৎ ২০৪০ সালের সেনসাসের আগেই হোয়াইট আমেরিকানরা মাইনোরিটি জনগোষ্ঠীতে পরিণত হবেন।
গত ১০ বছরে ল্যাটিনো ও এশিয়ান আমেরিকানদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তা যথাক্রমে এক কোটি ৬ লাখ ও ৫২ লাখ। আর হোয়াইট জনসংখ্যা কমেছে ৫১ লাখ। সেনসাসের তথ্য থেকে বিস্ময়কর ডাটা উদঘাটিত হয়েছে নতুন প্রজন্মেও ক্ষেত্রে। আমেরিকার তরুণ প্রজন্মের হোয়াইট আমেরিকানরা ইতোমধ্যেই সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। যাদের বয়স ১৮ বছরের নীচে এমন জনগোষ্ঠীর শতকরা ৫৩ শতাংশই অশ্বেতাঙ্গ।
রাজনৈতিক বিশ্লেষকরা ডেমোগ্রাফিক এই সূচকে আগামীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তারের কথা বলছেন। সাধারণত ইমিগ্রান্ট, বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের পক্ষে পড়ে। বর্তমানে ল্যাটিনো ও এশিয়ান আমেরিকান জনগোষ্ঠীর উত্থানকে রিপাবলিকান রাজনীতিকদের ভাবিয়ে তুলেছে।
এদিকে, নিউইয়র্কের ইমিগ্র্যান্ট হাব হিসেবে খ্যাত কুইন্সের জনসংখ্যা গত ১০ বছরে শতকরা ৭.৮৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে এশিয়ান কমিউনিটির সংখ্যা বৃদ্ধি হয়েছে জ্যামিতিক হারে। তা ২৯ শতাংশ। সিটির ৫ বরোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বেড়েছে ব্রুকলিনে। ৯.২৪ শতাংশ। কুইন্সে হিসপ্যানিক ও এশিয়ান কমিউনিটির বসতি বাড়লেও ব্ল্যাক কমিউনিটির সংখ্যা হ্রাস পেয়েছে।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading