১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
যুক্তরাষ্ট্র
৩.৫ ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদন

image

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র সিনেট পরিবার পরিসেবা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত কর্মসূচি দ্রুত সম্প্রসারণের ভিত্তি তৈরি করতে একটি কাঠামো গড়ার লক্ষ্যে ৩ হাজার ৫০০ কোটি ডলারের বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে ও এই সহায়তা প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ। ৫০-৪৯ ভোটে এটি সমর্থন করেছেন শুধুমাত্র ডেমোক্র্যাটিক দলের সিনেটররা।
সিনেটে সংখ্যাগরিষ্ট নেতা চাক শুমার বলেন, এই বাজেট প্রস্তাব আমেরিকার কর্মসংস্থান, আমেরিকান পরিবার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক বিনিয়োগের সুযোগ করে দেবে ও বুধবার এক টুইটার বার্তায় চাক শুমার বলেন, এই বাজেট গড় আমেরিকানদের জন্য অর্থনীতি যেভাবে কাজ করে, তাতে ব্যাপক পরিবর্তন আনতে, আমাদের সাহায্য করবে।
সিনেটে সংখ্যালঘু নেতা, মিচ ম্যাককনেল ভোটের আগেই স্বীকার করেন যে, ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে রিপাবলিকানদের হাতে যথেষ্ট ভোট ছিল না। তবে তিনি এই বাজেট প্রস্তাবকে ‘পুরো অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading