বিশ্বের সবচেয়ে কম জন্মহার থাকা দেশ সাউথ কোরিয়ায় প্রথমবারের মতো জন্মহার বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দেশটির জন্মহার ২০২৩ সালের ০.৭২ থেকে বেড়ে ০.৭৫-এ পৌঁছেছে। দীর্ঘ নয় বছর ধরে এটি অব্যাহতভাবে কমছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, কোভিড-১৯ মহামারির পর দেশটিতে বিবাহের হার বৃদ্ধি পাওয়ায় জন্মহারেও এই পরিবর্তন দেখা গেছে।
সাউথ কোরিয়ার জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন। কর্মজীবী নারীরা ক্যারিয়ারকে অগ্রাধিকার দেওয়ার কারণে, এবং বাড়ির খরচ ও সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধির ফলে বিয়ে ও মাতৃত্বের প্রতি অনাগ্রহ দেখা গিয়েছিল। এর ফলে ৫১ মিলিয়নের জনসংখ্যা শতাব্দীর শেষে অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ার কর্মকর্তা পার্ক হিউন-জং জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং এখন অনেক দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ফলে জন্মহারও বৃদ্ধি পেয়েছে। সাউথ কোরিয়ার জন্মহার বৃদ্ধি দেশটির জনসংখ্যা সংকট মোকাবিলায় একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই প্রবণতা বজায় থাকে তবে ভবিষ্যতে দেশটির অর্থনীতি ও সমাজ উভয়ই উপকৃত হবে।
অনলাইন ডেস্ক
Comments: