১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বিশ্ব
ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি! প্রেমিক ধরা পুলিশের হাতে

image

ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য ছাগল চুরি করলেন এক যুবক! স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ হওয়ার পর প্রেমিকাই তাকে ছাড়াতে থানায় ছুটে আসেন। ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে প্রেমিকাকে খুশি করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু টাকা না থাকায় শেষমেশ চুরির পথ বেছে নেন তিনি। ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় ধরা পড়েন স্থানীয়দের হাতে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার বাদামাইল এলাকায় একটি মাঠ থেকে ছাগল চুরি করেন ওই যুবক। কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয় হয় বিহারের এক যুবক ও হিলি থানার এক তরুণীর। পালিয়ে গিয়ে বিহারে বিয়ে করলেও স্বামী বেকার হওয়ায় তরুণী ফিরে আসেন বাবার বাড়ি। পরিবারের আপত্তি সত্ত্বেও তারা লুকিয়ে যোগাযোগ রাখতেন। সরস্বতী পূজার সময় প্রেমিক হিলি এলাকায় আসেন ও প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে উপহার দিতে চাইলেও টাকার অভাবে চুরির সিদ্ধান্ত নেন।

কিছুদিন ধরে ট্রাক শ্রমিকদের সঙ্গে থাকতেন। খাবার ও থাকার জায়গার অভাব থাকলেও প্রেমিকাকে বলেন, নতুন কাজ পেয়েছেন এবং হিলিতে থাকতে চান। অর্থের সংকটে পড়ে ভ্যালেন্টাইনস ডে উপহার কেনার জন্য চুরির পথ বেছে নেন।

প্রেমিকের অবস্থা সম্পর্কে জানতেন না। থানায় এসে তাকে ছাড়ানোর চেষ্টা করেন এবং বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।

ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে প্রেমের নামে এমন কাণ্ড একদিকে যেমন হাস্যকর, তেমনি ভাবনারও বিষয়। অর্থের অভাবে প্রেমিক চুরির মতো অপরাধ করলেও প্রেমিকার ভালোবাসা নিয়ে প্রশ্ন থাকছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading