১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বিশ্ব
প্রেমিকার প্রত্যাহার, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের করুণ মৃত্যু

image

ভারতের রাজস্থানে এক প্রেমিক-প্রেমিকা একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে প্রেমিকা সরে দাঁড়ান, আর ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু হলো প্রেমিকের। একসঙ্গে জীবনযাপন সম্ভব নয়, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তারা। তবে প্রেমিকা শেষ মুহূর্তে ভয় পেয়ে সরে যান, আর প্রেমিকের মৃত্যু ঘটে চলন্ত ট্রেনের নিচে।

বৃহস্পতিবার রাতে রাজস্থানে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন প্রেমিক রাজু ভাট (৩৪) ও তার ২০ বছর বয়সী প্রেমিকা। ট্রেন আসার মুহূর্তে প্রেমিকা পিছিয়ে যান, কিন্তু রাজু ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর, তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। 

রাজু ভাট বিবাহিত ও দুই সন্তানের পিতা। তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। তারা বুঝতে পারেন, এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। ঝগড়ার পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা।

প্রেমিকা ভয় পেয়ে সরে দাঁড়ান, কিন্তু প্রেমিক সিদ্ধান্তে অটল থাকেন। চোখের সামনেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

রাজুর পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। তাদের মতে, প্রেমিকার পরিবার রাজুকে হত্যা করে রেললাইনে ফেলে দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভালোবাসা কখনো কখনো বিপর্যয়ের দিকে নিয়ে যায়। রাজু ও তার প্রেমিকার সম্পর্ক শেষ পর্যন্ত করুণ পরিণতির দিকে গড়িয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা তদন্তের পরই পরিষ্কার হবে।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading