১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বিশ্ব
১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক, নাম রাখা হলো সেলডন লাইসারগাস

image

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে ১৪তম সন্তানের বাবা হয়েছেন। এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শিভন নিজেই। শনিবার পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়, ইলন মাস্ক ও শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

ইলন মাস্কের বান্ধবী শিভন জিলিস এক্স পোস্টে সন্তানের জন্মের খবর নিশ্চিত করেছেন। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। মাস্ক ও জিলিস দম্পতির এটি তৃতীয় সন্তান। ২০২১ সালে তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও আজুর জন্মগ্রহণ করেছিল। শিভন জিলিস আগে নিউরোলিঙ্কে কাজ করতেন এবং ২০২১ সালের নভেম্বরে প্রথমবার ইলন মাস্কের সন্তানের মা হন।

ইলন মাস্কের এটি ১৪তম সন্তান, যা তার পরিবারকে আরও বিস্তৃত করেছে। মাস্কের অনুমোদনের পরই সন্তানের বিষয়টি প্রকাশ করেছেন শিভন। ইলন মাস্কের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত জীবন যেমন আলোচনায় থাকে, তেমনি তার নতুন সন্তানের খবরও দ্রুত ছড়িয়ে পড়েছে। শিভন জিলিসের সঙ্গে তার সম্পর্ক ও নতুন সন্তানের আগমন তার বিশাল পরিবারের আরও একটি নতুন সংযোজন হিসেবে ধরা হচ্ছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading