১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বিশ্ব
হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব

image

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ২০২৫ সাল থেকে হজযাত্রায় শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত ভীড় ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এতদিন শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার অনুমতি থাকলেও এবার থেকে সেই সুযোগ আর থাকছে না।

২০২৫ সাল থেকে হজযাত্রায় শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া যাবে না। অতিরিক্ত ভীড় এবং শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যারা প্রথমবার হজ পালন করবেন তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারীদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে হজ নিবন্ধন শুরু হয়েছে।

ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত ভীড় এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধন সহজীকরণের উদ্দেশ্যে নুসুক অ্যাপ চালু করা হয়েছে। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের ফলে হজযাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। তবে শিশুদের নিয়ে হজে যাওয়ার পরিকল্পনাকারীদের জন্য এটি একটি বড় পরিবর্তন।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading