টানটান উত্তেজনায় ভরা বিপিএল ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ মুহূর্তে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংসে জয় পেল বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ফাইনালে টানটান উত্তেজনার এক ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরলো ফরচুন বরিশাল। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে চিটাগং প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১৯৫ রান।
বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় দারুণ সূচনা এনে দেন। তারা ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন। তামিম ৩৮ রান করে আউট হলেও হৃদয় ৪১ রান করেন। কাইল মায়ার্স ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষের দিকে বরিশাল কিছুটা চাপে পড়ে, তবে রিশাদ হোসেনের বিধ্বংসী ব্যাটিং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। তিনি ১৮ বলে ৩৬ রান করে দলকে চ্যাম্পিয়ন বানান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১২১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। নাফি ৬৬ রানে আউট হলেও ইমন ৪৯ বলে ৭৮ রান করেন এবং অপরাজিত থাকেন। চিটাগংয়ের হয়ে তিনে ব্যাট করতে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক। ২৩ বলে ৪৪ রান করেন তিনি। বরিশালের বোলারদের মধ্যে এবাদত হোসেন ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নেন।
জয়ের জন্য শেষ ৩ ওভারে বরিশালের দরকার ছিল ৩৫ রান। তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। তার ঝড়ো ইনিংসেই বরিশাল জয় নিশ্চিত করে। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতে ইতিহাস গড়লো ফরচুন বরিশাল। ফাইনালে রোমাঞ্চকর জয় দিয়ে প্রমাণ করলো, তারা দেশের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি।
খেলাধুলা ডেস্ক: রিলাক্স নিউজ ২৪
Comments: