১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
খেলা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর আবারও ফিফার নিষেধাজ্ঞা

image

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) নিষিদ্ধ করেছে। গত আট বছরে এটি তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার সম্মুখীন হলো পাকিস্তানের ফুটবল ফেডারেশন। ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধান প্রত্যাখ্যান করায় পাকিস্তান ফুটবল ফেডারেশনকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সংবিধান পরিবর্তনের শর্ত পূরণ না করলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ফিফা পিএফএফের সংবিধানে কিছু সংশোধন আনার সুপারিশ করেছিল। পিএফএফ কংগ্রেস ফিফার সংশোধিত সংবিধান মেনে নেয়নি। ফলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফিফা জানিয়েছে, সংশোধিত সংবিধান অনুমোদন দিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সংবিধান পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। এটি পিএফএফে চলমান স্বাভাবিককরণ প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক জানিয়েছেন, ফিফা ও পিএফএফের নবনির্বাচিত কংগ্রেসের মধ্যে মতবিরোধের কারণেই এই নিষেধাজ্ঞা এসেছে। ফিফা আন্তর্জাতিক মান বজায় রাখতে সংবিধান সংশোধনের সুপারিশ করেছিল। তবে কংগ্রেসের সদস্যরা সংখ্যাগরিষ্ঠভাবে এটি প্রত্যাখ্যান করেছে।

নিষেধাজ্ঞার ফলে পাকিস্তান ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফিফার উন্নয়ন তহবিল ও অন্যান্য সুযোগ-সুবিধাও বন্ধ হয়ে যাবে।

পাকিস্তান ফুটবল ফেডারেশনকে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো, যা তাদের ফুটবলের উন্নয়নের জন্য বড় ধাক্কা। ফিফার শর্ত পূরণ না করলে নিষেধাজ্ঞা বহাল থাকবে, যা পাকিস্তানের ফুটবলের ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়।





খেলাধুলা ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading